English

18 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

যৌন হয়রানির অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

- Advertisements -

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এক নারী উদ্যোক্তাকে যৌন হয়রানির অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করেছে।

মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের জনৈক উদ্যোক্তাকে যৌন হয়রানি এবং অনৈতিক প্রস্তাবের অভিযোগ স্থানীয় তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯- এর ৩৪ (ঘ) ধারা অনুযায়ী নওগাঁর জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়,চেয়ারম্যান মাসুদ রানা কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় একই আইনের ধারা ৩৪ (১) অনুযায়ী উল্লিখিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

অভিযোগকারী নারী উদ্যোক্তা জানান,চেয়ারম্যান মাসুদ রানা বিভিন্নভাবে তাকে যৌন হয়রানি করে আসছিলেন। এ ঘটনার প্রেক্ষিতে গত বছরের ১২জুন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা,নওগাঁর জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছিলেন

তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে দাবি করে অভিযুক্ত চেয়ারম্যান মাসুদ রানা বলেন,এখনো সাময়িক বরখাস্তের চিঠি হাতে পাইনি। তবে বরখাস্তের বিষয়টি শুনেছি। চিঠি হাতে পেলে পরবর্তী সিদ্ধান্ত নেব।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন সত্যতা নিশ্চিত করে বলেন,মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের একটি চিঠি পেয়েছি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন