English

20 C
Dhaka
শনিবার, জানুয়ারি ৪, ২০২৫
- Advertisement -

যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

- Advertisements -

বরগুনার পাথরঘাটায় নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে নাসির হাওলাদার নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার কালমেঘার ইউনিয়নের নূরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাসির পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. শাহজাহান হাওলাদারের ছেলে। তিনি পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট সরকার পতনের পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী রাব্বি ও হাসানের সঙ্গে নাসিরের বিরোধ তৈরি হয়। এর জের ধরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে শ্বশুর বাড়ি যাওয়ার পথে ছাত্রলীগ কর্মী রাব্বি ও হাসানসহ কয়েকজন মিলে নাসিরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব থেকে অত পেতে থাকা রাব্বি ও হাসানসহ বেশ কয়েকজন সন্ত্রাসী ধারালো বগী দা দিয়ে নাসিরকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক বলেন, ‘আমাদের যুবদল কর্মী নাসিরকে আওয়ামী সন্ত্রাসীরা পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকারীরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সন্ত্রাসী, হত্যা, গুমসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। ২৪ ঘণ্টার মধ্যে নাসির হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এদিকে ঘটনার পর বুধবার সন্ধ্যা ৭টার দিকে পাথরঘাটা শহরে নাসির হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল। বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা নাসির হত্যায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডাক্তার মো. শাহাদাত হোসেন বলেন, নাসিরকে হাসপাতালে আনার পরে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। তার শরীরে বিভিন্ন জায়গায় কাটা জখম রয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘এ ঘটনায় ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বরগুনা জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন