যশোরে মাহিম (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (১২ জুন) বিকালে যশোর সদরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর মা জানান, রবিবার বিকাল ৫টার দিকে সে মাঠ থেকে হাঁস নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় মুখ চেপে ধরে পাশের পাটক্ষেতে নিয়ে কোমল পানীয়ের বোতলে থাকা কিছু একটা খাওয়ায় মাহিম। এতে তার মাথা ঝিমঝিম করে। এরপর ধর্ষণ করে পালিয়ে যায় ফাহিম। বাড়িতে গিয়ে মেয়েটি তার মাকে সব জানায়।
তিনি অভিযোগ করে বলেন, ‘ঘটনা যাতে প্রকাশ না পায়, সেজন্য স্থানীয় কয়েকজন আমার মেয়েকে হাসপাতালে নিতে বাঁধা দেয়। পরে রাত ১টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই।’
এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস বলেন, ‘মেয়েটিকে ভর্তি করে গাইনি ওয়ার্ডে পাঠানো হয়েছে।’
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) আব্দুস সামাদ বলেন, ‘নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’