ময়মনসিংহে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল মনসুর (৫০) নামের এক বাসচালককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪। শুক্রবার বিকালে র্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার দুপুর ১২টার দিকে শেরপুর সদর উপজেলার সুবর্ণচর ঘুঘুরাকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল মনসুর ময়মনসিংহ নগরীর চরকালীবাড়ী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব-১৪’র কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় জানিয়েছেন, ওই শিশু ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা। তারা সপরিবারে নগরীর একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন।
গত ১৭ মে ওই শিশু নিজ ঘরে বসে পড়ছিল। এ সময় তাকে পড়ানোর কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে যায়, পরে শিশুটিকে ধর্ষণ করে। শিশুর চিৎকারে তার মা দৌঁড়ে এলে মনসুর পালিয়ে যান। পরদিন শিশুর বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় আবুল মনসুরের বিরুদ্ধে মামলা করেন।
তিনি আরও জানান, র্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে ওই চালক।