মৌলভীবাজারে ৪৭ বোতল ফেনসিডিলসহ এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। জানাগেছে, পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়ার নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশ এর পরিচালনায় সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) কাজী আরিফ আহমেদ, এসআই(নিঃ) মোহাম্মদ মাসুক মিয়া, এএসআই মুকুন্দ দেববর্মা, এএসআই মোঃ নুরুল হক, এএসআই রকি বড়ুয়া, কং/৭৪৪ রুপক চন্দ্র দাস, কং/১০২২ আতাউর রহমান, কং/৪৪১ চন্দ্র শেখর মুখার্জী , কং/২৫৮ সুমন চন্দ্র পাল জেলা গোয়েন্দা শাখা মৌলভীবাজারসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি চলাকালীন সময় গতকাল মৌলভীবাজার জেলার পৌরসভাধীন ০৭ নং ওয়ার্ডস্থ দরগা মহল্লা মশিক স্টোর এর সামনে ১জন আসামীকে গ্রেফতার করে।
ধৃত আসামীর নাম জমির আলী (২৬) পিতাঃ শহিদ মিয়া, মাতা- লেচু বেগম, সাং- মধ্য বটুলী, থানা- জুড়ী, জেলা মৌলভীবাজার। এসময় ৪৭ বোতল ফেনসিডিল যার বাজার মূল্য অনুমান ৮৪,৬০০/- টাকা উদ্ধারপূবর্ক গ্রেফতার করা হয়।