মেহেরপুরে বোমাসদৃশ বস্তু ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার রাজাপুর মাঠপাড়ার চঞ্চল মিয়ার ইটভাটা কার্যালয়ের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দ্বারা খান বোমা ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চঞ্চল মিয়ার ইটভাটা কার্যালয়ের দ্বিতীয় তলার ছাদে অস্ত্র ও বোমা রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো পাঁচটি বোমাসদৃশ বস্তু ও ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার বোমাসদৃশ বস্তুগুলো পানিভর্তি বালতিতে রাখা হয়েছে।
ইটভাটা মালিক চঞ্চল হোসেন বলেন, ইটভাটার ছাদের পানির ট্যাংকের কাজ করার সময় মিস্ত্রীরা বোমা ও অস্ত্র দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে এগুলো উদ্ধার করেন।
ভয়ভীতি দেখানো কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কে বা কারা বোমা ও অস্ত্র ছাদের ওপর রেখে গেছেন বলে ধারণা ইটভাটা মালিকের।