মেহেরপুরের গাংনীতে স্ত্রীকে না পেয়ে রড দিয়ে পিটিয়ে শ্বশুরের হাত ভেঙেছেন নাসির নামে এক ব্যক্তি।
আহত শ্বশুর মোহন আলী (৪৫) এখন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গাংনী উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মোহন আলী বলেন, আমার মেয়ে শাপলা খাতুনের সঙ্গে সহড়াতলা গরীবপুর গ্রামের ইনামুল হকের ছেলে রাজন প্রেমের সম্পর্ক ধরে ৪ বছর আগে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর থেকে তার ওপর নির্যাতন করে আসছিলেন রাজন।
তাদের একটি ছেলে আছে। নির্যাতন সইতে না পেরে মেয়ে আমার বাড়িতে চলে আসে। আজ সকালে রাজন আমার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় তাকে নিষেধ করলে রড দিয়ে আমাকে পিটিতে থাকেন। এতে আমার হাত ভেঙে যায়। পরে আমাকে বাড়ির লোকজন আহতাবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আদিলা আজহার বলেন, আহত ব্যক্তির বাম হাত ভেঙে গেছে। হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।