গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধষর্ণের শিকার হন বলে থানায় অভিযোগ করেন এক তরুণী।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে, ভুক্তভোগী তরুণী বাদী হয়ে বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে সাতজনকে অভিযুক্ত করে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন।
অভিযুক্ত প্রেমিক তরুণ ফরিদ পালোয়ান (৩০) উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মৃত মিয়ার উদ্দিন পালোয়ানের ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, ওই তরুণীর সঙ্গে ফরিদ পালোয়ানের বছরখানেক আগে মুঠোফোনে পরিচয় প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। একপর্যায়ে ফরিদ তরুণীকে সামনাসামনি দেখা করতে বলে। পরে ওই তরুণী বাধ্য হয়ে কুমিল্লা থেকে কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামে প্রেমিক ফরিদ পালোয়ানের বাড়ির কাছে দেখা করতে আসে। পরে ফরিদ স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তরুণীকে ধর্ষণ করে এবং তাকে মারধর করে। পরে ওই তরুণী নিজ বাড়িতে গিয়ে পরিবারের কাছে বিষয়টি জানায়। পরিবার ভুক্তভোগী তরুণীকে থানায় মামলা করতে বলেন।