হবিগঞ্জের মাধবপুরে এসএসসি পাস করা এক ছাত্রীকে অপহরণের পর বন্ধুর বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি এমরান মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ জানুয়ারি) রাতে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এমরান মিয়া মাধবপুর উপজেলার সাতপাড়িয়া গ্রামে নজু মিয়া খানের ছেলে।
এ ঘটনায় তার মা শুক্রবার সকালে মাধবপুর থানায় এমরান মিয়াসহ অজ্ঞাত দুই-তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান জানান, এমরান মিয়া বিবাহিত ও দুই সন্তানের জনক। গ্রেপ্তারের পর তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীর মা জানান, গত রবিবার সন্ধ্যায় বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে প্রবাসী বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিল ওই স্কুলছাত্রী। এ সময় এমরান মিয়াসহ অজ্ঞাত দুই-তিনজন তাকে অপহরণ করে একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যান। পরে শায়েস্তাগঞ্জ থানা এলাকায় এক বন্ধুর বাসায় আটকে রেখে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। গত বুধবার রাতে ভুক্তভোগী ওই স্কুলছাত্রী কৌশলে পালিয়ে আসে। পরে স্কুলছাত্রীকে স্থানীয় ইউপি সদস্য দেখতে পেয়ে তার মায়ের কাছে পৌঁছে দেয়।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হবে।