মাদারীপুরের শিবচরে গত বৃহস্পতিবার (৩ জুন) রাতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগের মামলায় জামাল বেপারী নামের এক যুবককে (৩০) আটক করেছে পুলিশ। আটক জামাল বেপারী বাঁশকান্দী ইউনিয়নের মুন্সী কান্দী গ্রামের জহুর উদ্দিন বেপারী ছেলে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ‘উপজেলার বাঁশকান্দি ইউনিয়েন থেকে জামালকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে একই এলাকা দুই সন্তানের জননী (২৩) কে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ওই গৃহবধূ গত মঙ্গলবার (১ জুন) সন্ধ্যায় বাড়ীর পাশে গোসলখানায় গেলে তাকে ধর্ষণ করার চেষ্টা করে জামাল বেপারী। এসময় ওই গৃহবধূর চিৎকারে স্থানীয়রা জড়ো হলে সে পালিয়ে যায়। পরে ২ জুন ওই গৃহবধূ বাদী হয়ে অভিযুক্ত জামাল বেপারীর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিবচর থানায় মামলা দায়ের করেন।’
শিবচর থানার ওসি মো. মেরাজ হোসেন বলেন, ‘ধর্ষণের চেষ্টার অভিযোগে জামাল বেপারী নামের এক যুবককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।’