পারিবারিক কলহের জের ধরে গভীর রাতে বৃদ্ধ মা আমেনা বেগমকে (৬০) গলা কেটে হত্যার চেষ্টা করেছেন তার ছেলে আবুল কালাম কালন (৩৮)। এ সময় বাধা দিতে গেলে বৃদ্ধ বাবা মো. আব্দুর রহিমকে (৭০) কুপিয়ে জখম করেন তিনি। এ ঘটনায় মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ক্যাম্পটিলা এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় ছেলে আবুল কালাম কালনকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী।
এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।