গোলাম রব্বানী শিপন, বগুড়াঃ বগুড়ার মহাস্থানে ৩০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে অভিনব কায়দায় (কৌশলে) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ টিম ডিবি। আটকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদক দ্র্যব্য আইন রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে নিঁখুত গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল বগুড়ার মহাস্থানে অভিযান চালায়। তারা জানতে পারেন মহাস্থানগড় এলাকায় একটি ইয়াবার চালান হাত বদল হবে।
এমন সংবাদে বিকাল থেকে ওঁৎ পেতে থাকে ডিবি পুলিশ। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ জানতে পারেন মাদক ব্যবসায়ীরা মহাস্থান গো-হাটির পাশে শাহিন আলম নামের এক ব্যক্তির খাবারের হোটেলে অবস্থান করছেন।
সেখানে ডিবি পুলিশ সুকৌশলে হোটেলে ক্রেতা সেজে ৩ মাদক ব্যবসায়ীকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, বগুড়ার সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের উত্তর মধুমাঝিরা গ্রামের সাইফুল ইসলামের পুত্র সাব্বির শেখ (২৭) একই এলাকার আব্দুল হান্নান এর পুত্র শরিফুল ইসলাম (২৫) ও গাবতলী উপজেলার ধর্মগাছা পশ্চিমপাড়া গ্রামের মৃত খলিল প্রাং এর পুত্র জনি ইসলাম প্রাং (৩১)।
উল্লেখ্য, শরিফুল ইসলাম (২৫) ও জনি ইসলাম প্রাং (৩১) এর বিরুদ্ধে ইতিপূর্বেও মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।