নরসিংদীর মনোহরদীতে পঞ্চমণি দাস (৪০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কিত্তিবাসদী গ্রামের একটি কলা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পঞ্চমণি দাস একই ইউনিয়নের কোচের চর গ্রামের মৃত নিরত মনি দাসের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১দিকে পঞ্চমণি দাস ব্যাটারিচালিত অটোরিকশা (বিভাটেক) নিয়ে বাসা থেকে বের হন। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার দুপুর ১২টার দিকে সড়কের পাশের কলাবাগানে হাত-পা ও মুখ বাধা অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।