ফরিদপুরের মধুখালীতে নয়ন শেখ (২৫) নামে এক চালককে গলা কেটে হত্যা করে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বকশীপুর (সাতগাভিয়া সমিতির অফিস সংলগ্ন) রাস্তার পাশ থেকে চালকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নয়ন ওই ইউনিয়নের বড় গোপালদী গ্রামের লুৎফর শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নয়ন বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। তারপর রাতেও আর বাড়িতে ফেরেননি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তার মরদেহ পড়ে রাস্তার পাশে ঝোপে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের যে কোনো সময় তাকে হত্যার পর ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে পুলিশ কাজ করছে।