দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন চট্টগ্রামের খুলশীর পাহাড়তলী কলেজ এলাকায় গুলি করে হতাহতের ঘটনায় অভিযুক্ত শামীম আজাদকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার (৮ জানুয়ারি) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন দুপক্ষের সংঘর্ষে প্রকাশ্যে বিদেশি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় গুলিবর্ষণকারী শামীম আজাদ ওরফে ব্লেড শামীমকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার বিস্তারিত জানানো হবে বলেও জানান কমান্ডার খন্দকার আল মঈন।