বরিশালের গৌরনদী উপজেলায় পাশের বাড়ি খেলতে যাওয়ায় ৪ বছর ৯ মাসের ভাগ্নির যৌনাঙ্গে গরম খুন্তির ছ্যাঁকা দিয়েছেন মামী। এ ঘটনায় শাহনাজ পারভীন নামের ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) দিনগত রাতে বরিশালের গৌরনদী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং নির্যাতনের শিকার শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, ওই শিশুর বাবা মায়ের মধ্যে পারিবরিক কলহ থাকায় তারা একসঙ্গে থাকেন না। সে কারণে শিশুটি উপজেলার বাদামতলী গ্রামে মামার বাড়িতে থাকে। গত ২১ নভেম্বর বিকালে শিশুটি প্রতিবেশির বাড়িতে খেলতে গেলে রাগ হয়ে তার মামী শাহনাজ পারভীন তার নাভী ও যৌনাঙ্গের মাঝে গরম খুন্তি দিয়ে ছ্যাকা দেয়।
বিষয়টি জানতে পারলে রাতে পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং শাহনাজ পারভীনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির বাবা বাদী হয়ে গৌরনদী থানায় একটি মামালা দায়ের করেছেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন