চাঁদপুরে ফরিদগঞ্জে আলোচিত বিউটি পার্লার মালিক মমতাজ বেগম রিক্তা হত্যার একমাত্র অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার একদিনের মাথায় পুলিশের কাছে ফুপুকে হত্যার কথা অকপটে স্বীকার করে ঘাতক শুভ। পুলিশ জানান, সামান্য জমি নিয়ে বিরোধ ছিল তাদের।
তার জন্য আপন ফুপুকে নির্মমভাবে হত্যা করে শুভ।তাও ভারতীয় সিরিয়াল দেখে হত্যার কৌশল শিখে! এমন ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে শুভ নামের এক যুবককে। আর সেই যুবক হত্যার কথা অকপটে স্বীকার করেছে। এই নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় প্রেসব্রিফিং করে বিস্তারিত জানান পুলিশের উধ্বর্তন কর্মকর্তা।
গত বুধবার রাতে ফরিদগঞ্জ উপজেলার চরমান্দারী গ্রামের প্রবাসী রাকিবুল হাসানের স্ত্রী মমতাজ বেগম রিক্তা খুন।
অন্যদিকে, প্রেসব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, মামলার তদন্ত কর্মকর্তা উপপরির্দশক মো. সুমন মিয়া।
বিউটি পার্লারের মালিক মমতাজ বেগম রিক্তার হত্যাকারী শুভ রাজধানী ঢাকায় ইউসেপ নামে একটি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী।
তাঁর বাবা আব্দুল মালেক খুনের শিকার রিক্তার বড়ভাই। শুক্রবার সন্ধ্যায় আদালতে হাজির করা হয় শুভকে। এসময় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। পরে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয় তাকে।