ভারতীয় শাড়ি ফুচকার চালানসহ চোরাচালনের মাধ্যমে নিয়ে আসা বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
ভারতীয় শাড়ি ফুচকার চালানসহ চোরাচালনের মাধ্যমে নিয়ে আসা বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের তাহিরপুরের লাউড়গড়, সদর উপজেলার নারায়ণতলা ও অন্যান্য বিওপির টহল দল মঙ্গলবার ওইসব চোরাচালানের মালমালগুলো জব্দ করে।
ব্যাটালিয়নের তাহিরপুরের লাউড়গড় বিওপির টহল দল সীমান্ত নদী জাদুকাটা থেকে বস্তাভর্তি ৬৭০ কেজি ভারতীয় ফুচকা, সদর উপজেলার নারায়ণতলা বিওপির টহল দল সীমান্তের কামারভিটা এলাকা থেকে ২০২টি শাড়ি ও অন্যান্য বিওপিগুলো ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করে।
বুধবার সুনামগঞ্জ -২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, ভারতীয় শাড়ি, ফুচকা অন্যান্য জব্দ মালামালের মূল্য প্রায় ২০ লাখ ৩৩ হাজার ৮৩০ টাকা।
nirapadnews.com
নিরাপদ মিডিয়া এন্ড কমিউনিকেশনস লিমিটেড কর্তৃক প্রকাশিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিবন্ধন নম্বর-১৩। প্রধান সম্পাদক: ইলিয়াস কাঞ্চন নির্বাহী সম্পাদক: মিরাজুল মইন জয়