মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় হত্যা মামলার আসামি ওয়াসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে টঙ্গীবাড়ী থানা ওসি রাজিব খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার কান্দাপাড়া গ্রামের আমির হোসেন বেপারীর ছেলে ওয়াসিম (৩২)।
পুলিশ জানান, গ্রেপ্তারকৃত ওয়াসিম তার আপন বড়ভাই বশিরের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন। এ বিষয়টি তার ভাই জেনে ফেলায় গত ৩০ জুলাই তাকে খুন করে।
এদিকে এ ঘটনায় নিহতের চাচা বাবুল বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে ওয়াসিম পলাতক ছিলেন। পরে ডিজিটাল পদ্ধতিতে মোবাইল ফোন ট্র্যাকিং করে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা ওসি রাজিব খান বলেন, বুধবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।