মাদারীপুরের কালকিনিতে বড় ভাই ফালান বেপারীকে হত্যার দায়ে ছোট ভাইসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) তথ্যপ্রযুক্তির সহযোগিতায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কালাম বেপারী, তার ছেলে রাজিব বেপারী ও রাজিব বেপারীর স্ত্রী। এ মামলায় আরও একজন পলাতক।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল বলেন, বৃহস্পতিবার মৃত ফালান বেপারীর ছোট ছেলে সজীব বেপারী চারজনের নামে মামলা করেন। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে পাওনা ১০ হাজার টাকা চাওয়ায় ছোট ভাই কালাম বেপারীর লাঠির আঘাতে বড় ভাই ফালান বেপারী (৬৫) মারা যান।