English

17 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

ব্রাহ্মণবাড়িয়ায় বিক্রি হলো শিয়ালের মাংস!

- Advertisements -

খেলে কিংবা তাবিজে দিয়ে রাখলে রোগবালাই সারে―এমন ধারণা থেকে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি শিয়াল জবাই করে মাংস বিক্রি করা হয়। আরেকটি শিয়াল জবাইয়ের প্রস্তুতির সময় হানা দেয় প্রশাসন। এ সময় ক্রেতা-বিক্রেতা পালিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার ছতুরা শরিফ এলাকার একটি বেগুনক্ষেত থেকে দুটি শিয়াল আটক করে স্থানীয়রা।

কিছুক্ষণ পর তন্তর বাজার এলাকায় একটি শিয়াল জবাই করে মাংস বিক্রি করা হয়। কসবার বাদুইর গ্রামের আসলাম ও ফোরকান নামের দুই ব্যক্তি স্থানীয় লোকজনকে নিয়ে প্রকাশ্যে এই মাংস বিক্রি করছেন বলে পুলিশের কাছে খবর আসে।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম ও ধরখার পুলিশ ফাঁড়ির এসআই হুমায়ুন কবির সেখানে গিয়ে হাজির হন। এ সময় ক্রেতা-বিক্রেতারা পালিয়ে যান। দঁড়িতে বেঁধে রাখা আরেকটি জীবিত শিয়াল তখন জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। রোগের উপকারের কথা বলে ওই এলাকায় শিয়ালের মাংস বিক্রি হয় বলে জানতে পেরেছি। কেউ যাতে আর এমন না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন