ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড মোড়ে কথা কাটকাটির জের ধরে প্রতি পক্ষের ছুরিকাঘাতে এক কিশোর ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত তারেক মিয়া (১৬) সুহিলপুর গ্রামের সোবহান মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানায়, আজ সোমবার বিকেলে দোকানে বসে থাকা অবস্থায় পার্শ্ববর্তী ফল ব্যবসায়ী জাকিরসহ কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয। এর জের ধরে ৪/৫ জন তারেককে মারধর করে। এসময় ধারালো অস্ত্র দিয়ে তার বুকে আঘাত করলে সে গুরুতব আহত হয়। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন