ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশনে দুই নারী ছিনতাইকারীকে আটক করেছে ট্রেনের যাত্রীরা।
শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলিম শিকদার।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে হাতেনাতে আটক করে যাত্রীরা। সকালে আদালতের নির্দেশে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠিয়েছে রেলওয়ে থানা পুলিশ।
আটককৃতরা হলো- হবিগঞ্জ সদর উপজেলার ওসাইল্লা গ্রামের মো. রহিম মিয়ার স্ত্রী সাফিয়া আক্তার ও একই এলাকার আদিস মিয়ার স্ত্রী নাসিমা আক্তার।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিম শিকদার বলেন, পূর্বাঞ্চল রেলপথের ট্রেনে ছিনতাই চক্রের সক্রিয় সদস্য তারা। আখাউড়া রেলওয়ে থানায় এর আগেও তাদের বিরুদ্ধে চারটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।