English

33 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
- Advertisement -

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেয়ের হাতে মা খুন

- Advertisements -

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেয়ের হাতে মা খুন হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার আইয়ূবপুর ইউপির দশানী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রহিমা বেগম (৫৫)। অভিযুক্ত মেয়ের নাম পাপিয়া।

নিহত রহিমা বেগমের ছোট মেয়ে পপি আক্তার বলেন, সকালে মা কাপড় সেলাই করেছিল, তখন আমার বোন পাপিয়া এসে টাকা চেয়েছে। মা টাকা না দিলে তখন কাপড় কাটার কেচি দিয়ে মার পেটে ঢুকিয়ে দেয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পপি আক্তার আরো বলেন, পাপিয়া দীর্ঘদিন ধরেই মাদক সেবন করে। সে প্রায় সময় টাকার জন্য আমাদের সকলকে বিভিন্নভাবে জ্বালাতন করতো। এর আগেও একবার মাকে খুন করার চেষ্টা করেছিল পাপিয়া।

এ ব্যাপারে বাঞ্ছারাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ বলেন, মেয়ে পাপিয়াকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন