English

16 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী

- Advertisements -

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নগরীর শিববাড়ীর মোড়ে জিয়া হলের সামনে এ ঘটনা ঘটে। হামলায় মোট আটজন আহত হয়।

তাদের মধ্যে আশঙ্কাজনক দুজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘নগরীর শিববাড়ীর মোড়ের জিয়া হল এলাকার মধ্য থেকে তারা বৃহস্পতিবার বিকেলে বের হওয়ার সময় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এতে নাজমুল ইসলাম ইমরান, শাহরিয়ার ইসলাম খালিদ, সাম্মী, সাদিয়া, পিয়া, রুমি এবং আমিসহ আটজন আহত হয়েছি।’

তিনি জানান, তাদের উদ্ধার করতে নারী শিক্ষার্থীরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এতে সাদিয়া, পিয়াসহ তিনজন গুরুতর আহত হন।
আহতদের খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে সিটি কলেজের শিক্ষার্থী সাদিয়া ও পাইওনিয়ার মহিলা কলেজের শিক্ষার্থী পিয়াকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। হামলার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি সাজিদুল ইসলাম বাপ্পি।
কেএমপির সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, ছাত্রদের মধ্যে হাতাহাতি হয়েছে এমনটি তিনি শুনেছেন।পরে তিনিসহ পুলিশের একটি দল সেখানে গেলে কাউকে পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘কোনো পক্ষ অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭টায় শিববাড়ী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শিববাড়ী থেকে ডাকবাংলোর দিকে চলে যায়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন