লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে পপি রানি (১৯) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
নিহত পপি উপজেলার গোড়ল ইউনিয়নের শিবরাম গ্রামের রুহিদাস চন্দ্র রায়ের ছেলে উজ্জ্বল চন্দ্র রায়ের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের পপির সঙ্গে পাঁচ মাস আগে প্রেম-পরিণয়-বিয়ে হয় উজ্জ্বলের। বিয়ের কিছু দিন পর যৌতুকের জন্য চাপ দিতে থাকেন তার স্বামী উজ্জ্বল। পপির ভ্যানচালক বাবা যৌতুকের কিছু টাকা দিলেও আরও টাকা দাবি করেন যৌতুক লোভী স্বামী উজ্জ্বল।
দাবি করা যৌতুকের টাকা না পেয়ে প্রায় সময় পপির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন স্বামী উজ্জ্বল। এর কারণে বিয়ের পাঁচ মাসেই সংসারে বিবাদ লাগে। সম্প্রতি স্থানীয় এক অষ্টপ্রহরের অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটিও হয় তাদের।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে স্বামীর বাড়ির বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে আজ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।