বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল -১ (মিরপুর) কার্যালয়ে দালালীর অভিযোগে ১২ জনকে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ দুই আদালত।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত ৩ ও ৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান ও মোহাম্মদ সাজিদ আনোয়ায়ের পৃথক অভিযানে মোট ১৫ জনকে আটক করা হয়।
এ সময় দালাল সন্দেহে প্রাথমিকভাবে ১৫ জনকে আটক করা হয়। এর মধ্যে ১২ জনকে প্রকৃত দালাল শনাক্ত করা হয় এবং প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তবে বাকি ৩ জনকে শুনানিতে নির্দোষ প্রমাণ হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।
শনাক্তকৃত দালালরা হলেন, মো. আসাদুল ইসলাম (৩১), ইয়াসিন ইসলাম ইমন (২৫), মাসুদ রানা (৫০), মো. সুজন (২৪), মো. সবুজ কবিরাজ (৩০), ইমরান হোসেন (২৩), মিন্টু (৪৫), মো জহির (৪৮), আশিক (২০), আবুল কাশেম (৩৮), মো. নাজমুল (২৫) এবং মো. বেল্লাল (২৬)।