বগুড়ার শেরপুর উপজেলায় কিন্টার গার্টেনে নার্সারি শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি গত শুক্রবার বিকেলে বাড়ির সামনে খেলা করছিল। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে একই গ্রামের অভিযুক্ত ওই কিশোর শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি রাতে তার বাবা-মাকে বিষয়টি খুলে বলে। পরে শিশুটির বাবা ফজলুর রহমান বাদী হয়ে শনিবার রাতে শেরপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর শেরপুর থানা পুলিশ ওই কিশোরকে তার বাড়ি থেকে রোববার দুপুরে গ্রেপ্তার করে।
এ বিষয়ে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।’
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন