বাবাকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় মো. শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী (২৭) নামে মাদকাসক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১ অক্টোবর) চট্টগ্রামের পাঁচলাইশে কাপাসঘোলা আকবরশাহ লেইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শাখাওয়াতের বাবা জাফরুল আলম চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পদে কর্মরত। মাদক সেবনের জন্য প্রায়ই শাখাওয়াত তার বাবার কাছে টাকা দাবি করেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে বাথরুমে অজু করছিলেন জাফরুল আলম। এ সময় শাখাওয়াত আবার তার কাছে টাকা দাবি করেন। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে চেয়ার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন শাখাওয়াত। এ ঘটনায় থানায় ছেলের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শাখাওয়াতকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সেবনের জন্য তিনি বাবাকে মারধর করার কথা স্বীকার করেছেন। তাকে শনিবার সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।