বগুড়ার কাহালুতে অপহরণের হুমকিসহ চাঁদার দাবিতে বাড়ি বাড়ি পোস্টার লাগানোর ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে তাঁকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবকের নাম রবিউল ইসলাম (২৩)। তিনি কাহালু উপজেলার বিষ্ণুপুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে।বগুড়া শহরের একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী তিনি।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, গত ১ অক্টোবর বিষ্ণুপুর গ্রামের দুই শতাধিক বাড়ির দরজা ও জানালায় চাঁদা দাবি করে পোস্টার লাগানো হয়। ঘটনার পর থেকেই জড়িতদের চিহ্নিত করতে মাঠে নামে পুলিশ। তথ্য-প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এ ঘটনায় রবিউলের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়ার পর বুধবার রাতে তাঁকে আটক করা হয়।
রবিউল পুলিশকে জানিয়েছেন, অভিজাত ও ক্ষমতাধর কিছু লোকজন অন্যায়, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সমাজের উন্নয়ন ব্যাহত করছে।
গত ১ অক্টোবর সকালে বিষ্ণুপুর গ্রামের দুই শতাধিক বাড়িতে পোস্টার লাগানো দেখা যায়। সেই পোস্টারে সর্বনিম্ন ২০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হয়। ৬ অক্টোবরের মধ্যে গ্রামের একটি পুকুরপাড়ে রাখা বাক্সে দাবীকৃত টাকা রাখতে বলা হয়।