English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

বাড়ি বাড়ি পোস্টার লাগিয়ে চাঁদা দাবি করার ঘটনায় যুবক গ্রেপ্তার

- Advertisements -

বগুড়ার কাহালুতে অপহরণের হুমকিসহ চাঁদার দাবিতে বাড়ি বাড়ি পোস্টার লাগানোর ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে তাঁকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবকের নাম রবিউল ইসলাম (২৩)। তিনি কাহালু উপজেলার বিষ্ণুপুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে।বগুড়া শহরের একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী তিনি।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, গত ১ অক্টোবর বিষ্ণুপুর গ্রামের দুই শতাধিক বাড়ির দরজা ও জানালায় চাঁদা দাবি করে পোস্টার লাগানো হয়। ঘটনার পর থেকেই জড়িতদের চিহ্নিত করতে মাঠে নামে পুলিশ। তথ্য-প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এ ঘটনায় রবিউলের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়ার পর বুধবার রাতে তাঁকে আটক করা হয়।

এ সময় তাঁর কাছ থেকে চাঁদা দাবি করা চারটি পোস্টার, একটি ল্যাপটপ ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়।ওসি সেলিম বলেন, জিজ্ঞাসাবাদে রবিউল ওই পোস্টার লাগানোর বিষয়টি স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।

রবিউল পুলিশকে জানিয়েছেন, অভিজাত ও ক্ষমতাধর কিছু লোকজন অন্যায়, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সমাজের উন্নয়ন ব্যাহত করছে।

এতে সমাজের মানুষ সামাজিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই শ্রেণির মানুষদের মধ্যে ভীতি সঞ্চার করার জন্যই তিনি পোস্টার লাগিয়ে ভয় দেখিয়েছেন। 

গত ১ অক্টোবর সকালে বিষ্ণুপুর গ্রামের দুই শতাধিক বাড়িতে পোস্টার লাগানো দেখা যায়। সেই পোস্টারে সর্বনিম্ন ২০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হয়। ৬ অক্টোবরের মধ্যে গ্রামের একটি পুকুরপাড়ে রাখা বাক্সে দাবীকৃত টাকা রাখতে বলা হয়।

টাকা না দিলে সন্তানদের অপহরণ করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এতে অভিভাবকরা ছেলে-মেয়েদের স্কুলে পাঠানো বন্ধ করে দেন। নিরাপত্তা নিশ্চিত করতে ওই গ্রামে পুলিশ পাহারাও বসানো হয়।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন