বাগেরহাটের ফকিরহাট থেকে ১০০ পিচ ইয়াবাসহ ইউসুফ আলী শেখ (৬৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফকিরহাট থানা পুলিশ।
শনিবার সন্ধ্যায় বাগেরহাট-খুলনা আঞ্চলিক মহাসড়কের কাটাখালী বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইউসুফ আলী শেখ খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝালবাড়ি গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম আলমগীর কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী বাসস্ট্যান্ডে মাদকের একটি বড় চালান হাত বদলকালে অভিযান চালিয়ে ইউসুফ আলী শেখকে গ্রেফতার করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।