English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

বাউফলে স্কুলের চেয়ার ও বেঞ্চ চুরির অভিযোগ সভাপতির ছেলে বিরুদ্ধে

- Advertisements -

মাসুদ রানা, বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের দক্ষিণ ভরিপাশা মুন্সী হাচান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির ছেলের বিরুদ্ধে বিদ্যালয়ের পরিত্যক্ত প্রায় পাচঁ টন লোহার চেয়ার ও বেঞ্চ চুরি করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার ২৭ নভেম্বর রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার দিন রাত ৯টার দিকে দক্ষিন ভরিপাশা মুন্সী হাচান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলামের (তৈয়ব মাস্টার) ছেলে মোঃ নাহিদ (২০) বিদ্যালয়ের প্রায় পাঁচ টন লোহার বেঞ্চ চুরি করে এবং ওই মালামাল কেশবপুরের ভূইয়ার বাজারের শানু ফকিরের ভাঙ্গারির দোকানে বিক্রি করে। চুরির মালামাল কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের গোলাম হোসেন পোল নামক এক স্থানের পুকুরে ডুবিয়ে রাখা হয়। এবিষয়টি স্থানীয়দের নজরে পড়লে জানাজানি হয়ে যায় ।

চোরাই মাল বহনকারী টমটম চালক কবির সিকদার বলেন, স্কুলের চেয়ার ও বেঞ্চ ভূঁইয়ার বাজারের ভাঙ্গারি দোকানদার শানু কিনে রাখে। পরে আমাকে মালগুলো অন্য জায়গায় সরাতে বলে। আমি প্রথমে রাজি না হলে শানু বলেন, ‘তোর ভয় নাই , যারা মাল বিক্রি করছে তাঁরা তোর সাথে থাকবে।’

এবিষয়ে ভাঙ্গারি দোকানদার শানু ফকির জানান,‘ তৈয়ব মাস্টারের ছেলে আমার কাছে মাল বিক্রি করে। পরে ঝামেলা বুঝে আমি টাকা ফিরিয়ে নেই। ’

এবিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম (তৈয়ব মাস্টার) বলেন,‘ এটা তুচ্ছ একটা বিষয়। আমার ছেলে ভুলবশতঃ এমন কাজ করে ফেলেছে। মালামাল ফেরত দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, এখনো মাল ফেরত পাইনি।

এবিষয়ে কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু বলেন, লোক পাঠিয়ে ওই টমটম জব্দ করা হয়েছে।’ উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বলেন, আমি ছুটিতে রয়েছি অফিসে এসে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন