সদর পুলিশ ফাঁড়ির অভিযানে ২ ফেব্রুয়ারী ২০২১ তারিখ রাতে সদর থানাধীন মালগ্রাম সিদ্দিকের মোড়ের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ রাকিবুল হাসান রাকিব রাব্বি (২৭) কে শহরের ষ্টেশন রোডস্থ হক ফিলিং ষ্টেশনের সামনে খেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা রুজু করা হয়।
রাকিবুল দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বগুড়ার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করে আসছিল। উক্তাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে সদর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ খোরশেদ আলম রবির নেতৃত্বে এএসআই মোঃ আলমাস আলী, এটিএসআই মোঃ আরিফুল ইসলামসহ অভিযান পরিচালনা করে রাকিবুলকে ইয়াবাসহ আটক করা হয়।