English

19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

বগুড়া সদরে কীটনাশক দোকানের তালা কেটে অর্ধ কোটি টাকার কীটনাশক চুরি,আটক ১

- Advertisements -

বগুড়ার ঘোড়াধাপ বন্দরে মেসার্স জীবন এন্টারপ্রাইজের দোকান ঘরের তালা কেটে কে বা কারা প্রায় অর্ধ কোটি টাকার কীটনাশক ঔষধ চুরি।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর (বুধবার) দিবাগত গভীর রাতে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপ বন্দরে জীবন এন্টার প্রাইজের দোকান ঘরের তালা কেটে উল্লেখিত টাকার কীটনাশক ঔষধ চুরি করে নিয়ে যায়।
মার্কেটের মালিক আফজাল হোসেন ১০ সেপ্টেম্বর ভোর ৬ টার দিকে দোকানের গ্রীল ও শাটার খোলা দেখতে পেয়ে মেসার্স জীবন এন্টার প্রাইজের মালিক বগুড়া সদরের রামশহর গ্রামের গোকুল ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন এর ছোট ভাই আবু হোসেনকে খবর দিলে তাৎক্ষণিক মালিক পক্ষ বগুড়া সদর থানা পুলিশকে অবহিত করেন।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে বগুড়া সিনিয়র সহকারী পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সদর থানার অওসি হুমায়ন কবির,ওসি তদন্ত রেজাউল করিম রেজা সহ পুলিশ কর্মকর্তারা ঘটনার স্থল পরির্দশন করেন। এব্যপারে জীবন এন্টারপ্রাইজের মালিক আবু হোসেন জানান, আমার দোকান হতে কীটনাশক ঔষধ, কম্পিউটার, নগদ টাকাসহ প্রায় ষাটলক্ষাধিক টাকার মালা মাল নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় পুলিশ কর্তৃক বাজারের নাইটগার্ড ইসমাইল হোসেন(৫০) কে জিজ্ঞাসাবাদের জন্য অটক করে নিয়ে যায়। এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্ততি চলছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন