বগুড়া র্যাবের মাদক বিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা-সহ মো: বাবুল আহম্মেদ নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে।
সোমবার ০৫ এপ্রিল ২১ ইং তারিখে ১৯.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন কালশিমাটি (মধ্যপাড়া) জামে মসজিদ এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ও নগদ ২০০০ হাজার টাকা-সহ মোঃ বাবুল আহম্মেদ (৩৪) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত বাবুল আহম্মেদ বগুড়া সদরের কালশি মাটি দক্ষিণপাড়ার মৃত: আব্দুল হামিদ এর ছেলে।
মাদক ব্যবসায়ী বাবুল আহম্মেদ এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব সূত্র জানান।