বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি, বগুড়ার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে ১০০ (একশত) পিস ইয়াবা সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম ইং ১৯/০৫/২০২১ তারিখ ১৬.৫০ ঘটিকার সময় বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন চামরুল গামী রাস্তার বেড়া গ্রামের ছোট ব্রীজ/কালভার্ট এর পশ্চিম পার্শ্বের পাকা রাস্তার উপর হইতে ১০০ (একশত) পিচ ইয়াবা সহ আসামী মোঃ হাকিম মোল্লা (২৮), পিতা-মৃত তালেব মোল্লা, সাং-চামরুল, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়ার দুপচাঁচিয়া থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।