বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী (বিপিএম) এর তত্ত্বাবধায়নে জেলা গোয়েন্দ শাখা ডিবি পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া’র মাদক বিরোধী অভিযানে ৫০ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার ৬ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১টায় বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ী দক্ষিণপাড়া নামক স্থানের নাহার সিএনজি ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে সোহেল ট্রান্সপোর্ট এর সামনে ফাঁকা জায়গায় থেকে ৫০০গ্রাম হেরোইনসহ ডিবি পুলিশ মাটিডালী কালিবালা গ্রামের কলিম উদ্দিন খন্দকার এর পুত্র মাদক ব্যবসায়ী সোলায়মান (৩৩) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।