English

19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

বগুড়ায় মাদককে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষ: বিবাদ থামাতে যুবক খুন

- Advertisements -

গোলাম রব্বানী শিপন, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় প্রকাশ্যে মাদক বিক্রি ও খাওয়াকে কেন্দ্র করে ২গ্রুপের সংঘর্ষের ঘটনায় মৃত্যুর বলি হয়েছে লিটন শেখ (৩৫) নামের এক সিএনজি চালিতো অটোরিকশা চালক যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ জুলাই) সকাল ১১টায় বগুড়া সদরের ছোটকুমিরা পশ্চিম পাড়া গ্রামে। নিহত লিটন ওই গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ছোট কুমিরা পশ্চিমপাড়া গ্রামের এলাকার চিহ্নিত মাদক সম্রাট আব্দুল মোমিনের সাথে একই এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত আরেক মাদক সম্রাট সালমানের মাদক ব্যবসা নিয়ে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝে মাঝে দ্বন্দ্ব চলছিল।

এরই ধারাবাহিকতায় শনিবার (১৬জুলাই) আব্দুল মোমিনের সাথে সালমানের পূর্বের ন্যায় মাদক ব্যবসা নিয়ে বিবাদমান সংঘর্ষ শুরু হয়। এসময় মাদক সম্রাট মোমিনের নেতৃত্বে বেশকিছু সন্ত্রাসী লিটনের বাড়ির ওপর মহড়া দেয়। লিটন মন্ডল তাঁদের সেখান থেকে চলে যেতে বললে মোমিনের সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে লিটনকে কুপিয়ে আহত করে।

এসময় গুরুতর আহত লিটনকে উদ্ধার করতে এলে একই এলাকার রাশেদুল ইসলাম (২৬) ও আজিজুল ইসলাম (২৮) নামের ২ যুবককে মাথায় আঘাত করা হয়।

পরে স্থানীয়রা আহত লিটনকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে লিটনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিটি হাসপাতালে ভর্তি করলে রোববার (১৭ জুলাই) রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম রেজা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বগুড়া সদর থানার টিম ঘটনার সাথে জড়িত রিতা নামের এক নারীকে আটক করেছে। জড়িত অন্যান্য আসামিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন