বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পলিটেকনিকের এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৬টার দিকে শহরের কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আল জামিউল বনি (২২)। তিনি শহরের মালতীনগর এমএস ক্লাব এলাকার আনিছুর রহমানের ছেলে।
বনি বগুড়া বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিটার বিভাগের পঞ্চম পর্বের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, গুরুতর আহত বনিকে স্থানীয়রা বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে গেলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। তিনি একাধিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
এ খবরের সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাহিদুল হক বলেন, ‘ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’