বগুড়া শহরতলীর আটাপাড়া শাহী মসজিদ নামক এলাকা থেকে অস্ত্রসহ মিথুন ওরফে লিটন বিহারী (৩৫) নামের একাধিক মামলার আসামী কে আটক করেছে বগুড়া জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
সোমবার ৭মার্চ বিকাল পৌনে ৫টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত মিথন অরফে লিটন বিহারী সে শহরের লতিফপুর কলোনী (বটতলা), এ/পি চক নাটাইপাড়া গ্রামের মৃত নেহাল খান ওরফে নেহাল বিহারীর পুত্র।
বগুড়া জেলা গোয়েন্দার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম) বার এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধানে নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভাযানিক দল সোমবার বিকাল পৌনে ৫টার দিকে উপশহর টু ওয়াবদাগামী পাকা রাস্তার দক্ষিনে তাকে আটক করে দেহতল্লাশী করলে তার হেফাজত থেকে বিদেশী পিস্তল ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভিযানকালে তারা জানতে পারে তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরন, মাদক ও একাধিক চাঁদাবাজি মামলা রয়েছে।