বগুড়ায় শুক্রবার (৯ সেপ্টেম্বর) একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জরিত ৬ নারীকে আটক করেছে পুলিশ। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের সাতমাথা’র হোটেল পট্টি এলাকায় অবস্থিত আমির গেষ্ট হাউজ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সুমি (২৩), মিম (২৫), সিমা (১৮), টুলি (২০), লিপি (৩৫) এবং ময়না (৩৫)।
জানা গেছে, শুক্রবার জাতীয় পরিষেবা ‘৯৯৯’ এ ফোন পেয়ে টুইন ব্রাদার্সে এবং আমির গেষ্ট হাউজে অভিযান চালায় পুলিশ। এসময় আমির গেষ্ট হাউজ থেকে অসামাজিক কর্মকান্ডে জড়িত ৬ জন নারীকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল ম্যানেজার পালিয়ে যায় এবং টুইন ব্রাদার্সে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বগুড়া সদর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, জাতীয় পরিষেবা ‘৯৯৯’ এ ফোন পেয়ে শহরের দুইটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আমির গেষ্ট হাউজ থেকে ৬ নারীকে আটক করা হয়েছে কিন্তু ম্যানেজার পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি। অপরদিকে, পুলিশ আসার খবর পেয়ে টুইন ব্রাদার্স হোটেলের স্টাফ ও নারীরা পালিয়ে যায়।