English

26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

বগুড়ার সান্তাহারে বৈদ্যুতিক সরঞ্জামসহ রেলওয়ে প্রকৌশলী গ্রেপ্তার

- Advertisements -

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন ষ্টেশন থেকে লক্ষাধিক টাকার বৈদ্যুতিক সরঞ্জামসহ রেলওয়ের এক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

গত শুক্রবার রাতে ষ্টেশনের ৩ নম্বর প্লাটফর্ম থেকে ওই সকল মালামাল পাচারের সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বি এম সেলিম (৪৬) নামের ওই প্রকৌশলীকে আটক করে।

বি এম সেলিম রেলওয়ে লালমনিহাট বিভাগের উর্ধতন উপ-সহকারি প্রকৌশলী (ইলেক, ট্রেন লাইটিং)। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উপ-সহকারি পরিদর্শক মো. কামরুজ্জামান বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার রাত পৌনে ১ টায় সময় সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৩ নম্বর প্লাটফর্মে কয়েকটি কার্টুন দেখতে পায়।

পরে তারা কার্টুনসহ ওই প্রকৌশলীকে আটক করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিত টের পেয়ে আরোও কয়েকজন অপরাধীরা পালিয়ে যায়।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা কার্টুন খুলে বিভিন্ন ওয়াটের ৪টি ট্রান্সটেক বাল্ব, রহিম আফরোজ কোম্পানির ১ আইপিএস, ১২টি সুপারে ষ্টার ইকো মগা লাক্স বাল্ব, ৩০টি সার্কিট ব্রেকার, ২৫ লিটার ব্রেক ওয়েলসহ বাংলাদেশ রেলওয়ে লেখা মালামাল জব্দ করে। জব্দ করা মালামালের আনুমানিক মুল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

আটকতৃত আসামী বি এম সেলিম যশোহর জেলার অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নুর এ নবী বলেন, প্রকৌশলী বি এম সেলিম রেলওয়ের এ সকল মুল্যবান মালামাল খুলনাগামি ৭৪৮ নম্বর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে পাচারের জন্য নিয়ে যাচ্ছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চৌকিতে মামলা দায়ের হয়েছে। গতকাল শনিবার দুপুরে মামলা দায়েদের পর প্রকৌশলী বি এম সেলিমকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন