বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান পাথরপাড়া গ্রামে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৪ জুয়ারুকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মহাস্থানগড়ের মালখালী নামক এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার এসআই স্বপন ও এএসআই উজ্জ্বল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
এসময় গড়মহাস্থান এলাকার মৃত ছকমল খাঁ এর পুত্র আরিফুল ইসলাম (২৫) মৃত গোলাপ আকন্দের পুত্র বাবলু আকন্দ (৪০) আব্দুস সামাদের পুত্র রহুল আমিন (২৮) মৃত ইয়াজ উদ্দীনের পুত্র কদম আলী (২৬) কে জুয়া খেলার সময় হাতে-নাতে আটক করে।
তাৎক্ষনিক শিবগঞ্জ উপজেলার ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার উন্মে কুলসুম সম্পা ঘটনাস্থলে দন্ডবিধি ১৮৬৭ এর ৪ ধারায় প্রত্যেক জুয়ারুকে ১০০টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা করেন।
জরিমানার অর্থ নগদ পরিশোধ পূর্বক জুয়ারুদের মুক্তি দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, ৯নং ওয়ার্ডের ইউপি সমস্য আলাউদ্দীন।
এসময় শিবগঞ্জ উপজেলার ভ্রাম্যমান আদালতের উপজেলা নির্বাহী অফিসার উন্মে কুলসুম সম্পা বলেন, ঐতিহাসিক মহাস্থানগড় হযরত শাহ সুলতানের মাজার এলাকা পবিত্রতা রক্ষার্থে মাদক, জুয়া ও অশ্লীল কার্যকলাপ প্রতিরোধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।