বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই শ্বশুর বাচ্চু মিয়া (৪৫) পলাতক আছেন। এ ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যায় গৃহবধূ বাদী হয়ে নন্দীগ্রাম থানায় শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাদলাশন গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গৃহবধূর স্বামী কাজ করতে যান। এই সুযোগে শ্বশুর বাচ্চু মিয়া পুত্রবধূকে ধর্ষণ করেন। ওই দিনই গৃহবধূ তার স্বামী ও বাবাকে ঘটনা খুলে বলেন। পরে গৃহবধূ বাবার বাড়িতে চলে যান। ঘটনাটি জানাজানি হলে শ্বশুর বাচ্চু মিয়া বাড়ি ছেড়ে পালান।
ওই গৃহবধূর বাবা বলেন, ‘মেয়ের শ্বশুরবাড়ির কিছু প্রভাবশালী লোকজন বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমার মেয়ের ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ করেছি।’
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন