বগুড়া শহর ও শাজাহানপুর উপজেলায় যুবলীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে বগুড়া শহরের মালগ্রাম দীঘিরপাড় ও শাজাহানপুর উপজেলার খরনা বাজারে পৃথক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়া পৌর যুবলীগের ১৪ নম্বর ওয়ার্ড কমিটি সদস্য রানা পাইকার (৩৪) ও শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূর আলম (২৮)। রানা পাইকার বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার বাসিন্দা এবং নূর আলম শাজাহানপুর উপজেলার দেশমা গ্রামের বাসিন্দা।
বগুড়া জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল ওই দুজনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল সূত্র জানায়, সোমবার রাতে নূর আলমকে হাসপাতালে রক্তাক্ত অবস্থায় নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, সোমবার রাত ১০টার দিকে শাজাহানপুর উপজেলার খরনা বাজারে নুর আলমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ওই বাজারে একজনকে কুপিয়ে হত্যা করেছে বলে শুনেছি। তবে হত্যাকাণ্ডের বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি।
বগুড়া শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, নূর আলমের লাশ রাতেই তার স্বজনরা নিয়ে গেছে। আর রানা পাইকারের লাশ হাসপাতাল মর্গে আছে।