বগুড়ায় অবিস্ফোরিত তিনটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার সংলগ্ন জিলাদারপাড়া এলাকায় একটি বাড়ির আঙিনার মাটির নিচ থেকে এই গ্রেনেডগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা গ্রেনেডগুলো পানিতে ভিজিয়ে নিরাপদ দুরত্বে রাখা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই এলাকার মোস্তাফিজুর রহমান স্বাধীন নামের এক ব্যক্তি বাড়ি সংস্কারের কাজ করছেন। ওই বাড়ির কাজের জন্য আঙিনার মাটি খনন করতে গেলে গ্রেনেড সাদৃশ্য তিনটি বস্তু দেখতে পান শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে সেসব উদ্ধার করে।
বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান স্বাধীন বলেন, ‘আমাদের বাড়ির পাশে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্প ছিল।