আব্দুল গফুর, নন্দীগ্রাম,(বগুড়া) প্রতিনিধিঃ ঢাকা রংপুর মহাসড়কে চাঁদাবাজিকালে একজন চাঁদাবাজকে আটক করেছে কুন্দারহাট হাইওয়ে থানা-পুলিশ। আজ বুধবার (৫ জুন) সকাল সাড়ে ৪টার দিকে ঢাকা রংপুর মহাসড়কের বনানী এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটককৃত সুজন হোসেন (৩৪) বগুড়া জেলার সদর থানার লতিফপুর এলাকার মানিকের ছেলে। কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার আব্বাস আলী জানান, রংপুর মহাসড়কের বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি করা হচ্ছে এমন তথ্য পায় হাইওয়ে পুলিশ।
এই তথ্যের ভিত্তিতে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ওই চাঁদাবাজকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে চাঁদাবাজির নগদ টাকা ও চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।