বেইলি রোডের ট্রাজেডির পর বগুড়ায় রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শহরের জলেশ্বরীতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার অভিযানে নেতৃত্ব দেন। এসময় জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে জলেশ্বরীতলা এলাকার হিলিয়াম, গ্রান্ড কাচ্চি, চ্যাট গাইয়া মেজবান, বার-বি-কিউ ও পিজ অ্যান্ড বার্গে অভিযান চালানো হয়। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স ও বহিগমন পথ না থাকায় পিজ অ্যান্ড বার্গ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।