ফেনীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- লক্ষ্মীপুরের কসবা উপজেলার সামছুল হকের ছেলে কফিল উদ্দিন (৩০), জেবল হকের ছেলে মো. সুমন (২০), মফিজ মিয়ার ছেলে মো. সেলিম (৩০) ও চন্দ্রগঞ্জ উপজেলার সফিক উল্লাহর ছেলে জাহাঙ্গীর হোসেনকে (২৮) আটক করা হয়।
পুলিশ জানায়, বিকেলে শিল্পকলা একাডেমি গেটের সামনে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। এসময় চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ধারালো ছোরা উদ্ধার করে পুলিশ।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মো. হায়াত উল্লাহ জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে। আটকরা ছিনতাইয়ের কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এদের দুটি গ্রুপ রয়েছে। এ গ্রুপের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।