ফুটবল খেলাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল এবং আ ফ ম কামালউদ্দিন হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় দুই হলের শিক্ষার্থীরা ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি ইটপাটকেল ছুঁড়তে থাকেন শিক্ষার্থীরা।
বটতলায় সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি ইটপাটকেল ছুঁড়তে থাকেন শিক্ষার্থীরা। এতে এখন পর্যন্ত প্রায় ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ফিরোজ-উল-হাসান বলেন, বিকেলে খেলাকে কেন্দ্র করে দুই হলের শিক্ষার্থীরা বিবাদে জড়ায়। আমরা হল দুটির শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছি। পরিস্থিতি এখন শান্ত হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. মো নূরুল আলম বলেন, ঘটনা নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল টিম কাজ করে যাচ্ছে। আমরা পুলিশের সহায়তা নিব।